রিফিউজিদের স্বাগত জানিয়ে ব্রিটেনে ২ হাজার লোকের সমাবেশ
সৈয়দ শাহ সেলিম আহমেদ: রবিবার লন্ডনের অক্সফোর্ড শহরে বেলা ৩টা থেকে সিরিয়ান রিফিউজিদের সহায্যার্থে এবং তাদের স্বাগত জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় ২,০০০ এর অধিক লোকসমাগম হয়। মানুষের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফ্যাস্টুন, ব্যানার ও সাপোর্টের কথা জানিয়ে বহন করতে দেখা যায়। সমাবেশ থেকে একটাই শ্লোগান উঠে রিফিউজি ওয়েলকাম ইন অক্সফোর্ড। শিশু আয়লানের মৃত্যুর পরে অক্সফোর্ডে এই প্রথম সিরিয়ান রিফিউজিদের স্বাগত জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি আরো নমনীয় হওয়ার জন্য জনগনের পক্ষ থেকে প্রকাশ্য আহবান জানানো হলো।
সমাবেশের কো-অর্গেনাইজার মার্ক লিয়ানস বলেন, তিনি অভিভূত এবং জনগনের স্বতঃস্ফুর্ত সাড়ায় আনন্দিত। তিনি আরো বলেন, আমাদের ধারনা ছিলো, রিফিউজিদের প্রতি জনগনের সমর্থন রয়েছে, আজ সেটাই প্রমাণিত হলো।
অক্সফোর্ডের স্থানীয় চ্যারিটি এসাইলাম ওয়েলকামের ডিরেক্টর ক্যাট স্মার্ট বলেন, আমরা সরকারকে আহবান জানাই, আরেকটু সাহসী হোন রিফিউজিদের জন্য, আমরা চ্যারিটি ওয়েলকাম আপনাদের পেছনে আছি, অক্সফোর্ডবাসী আপনাদের সহায়তায় পেছনে আছে।
অক্সফোর্ড সিটি কাউন্সিলের লিডার বব প্রাইসও সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, লেবার দলের নেতৃত্ব প্রার্থী ইওভেট কোপার যখন আহবান জানালেন, রিফিউজিদের জন্য বাসস্থান ব্যবস্থা করার, আমরা অক্সফোর্ড সিটি কাউন্সিল থেকে সাথে সাথে সেই আহবানে সাড়া দেই। এমইপি ক্যাথারিন বিয়ার্ডার বলেন, আমরা কোন বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী নই, বরং এই সমস্যা সমাধানে আমাদের মাসের পর মাস বিশ্ববাসীর সাথে মিলে একসাথে কাজ করতে হবে। সমাবেশ থেকে অনেকে ছবি তুলে টুইটারে পোস্ট দিয়ে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান- যা অন্যদেরও উদ্বুদ্ধ করে।