মদ বিতরণে রাজি না হওয়ায় চাকরি হারালেন নওমুসলিম নারী
ইসলামী নিষেধাজ্ঞা মেনে মদ বিতরণে রাজী না হওয়ায় মার্কিন যাত্রীবাহী বিমান সংস্থা এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের এক নও মুসলিম মহিলা বিমান ক্রু’কে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। মার্কিন চাকরি সংক্রান্ত সম অধিকার কমিশনের কাছে এ আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্যারি স্টানলি নামের ৪০ বছর বয়সী এ বিমান ক্রু । বিমান সংস্থাটি কর্মীদের ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান দেখানোর নীতি বাতিল করার পর গত মাসে শ্যারি স্টানিলেকে ১২ মাসের প্রশাসনিক ছুটিতে যেতে বাধ্য করা হয়। এ নীতি অনুযায়ী ধর্মীয় নিষেধাজ্ঞার আওতায় এক্সপ্রেসজেটের কর্মীরা যাত্রীদের মদ বিতরণ থেকে বিরত থাকতে পারতেন। এদিকে, ১২ মাসের ছুটি শেষ হওয়ার পর স্টানলিকে প্রশাসনিক ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে আশংকা ব্যক্ত করেন কাউন্সিল অন আমেরিকা-ইসলামিক রিলেশন মিশিগানের আইনজীবী লিনা মারসি। মারসি জানান, স্টানলিকে তার পুরানো পদে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীবাহী বিমান সংস্থাটিতে ধর্মীয় অনুশাসন পালনের নীতি পুনরায় চালু করার আহ্বানও জানানো হয়েছে বলে জানান তিনি। মার্কিন সংবিধানের দেয়া স্টানিলের অধিকার লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে এ আইনজীবী বলেন, ধর্মীয় বিধি পালনের সুযোগ করে দিতে এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের আইনগত বাধ্য বাধকতা রয়েছে। এক্সপ্রেসজেট এয়ারলাইন্স তিন বছর ধরে কাজ করছেন স্টানলি এবং দু’বছর আগে ইসলাম গ্রহণ করেন তিনি।