ব্রিটেনে শেফ সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেস্তোরাঁ
ব্রিটেনে ভারতীয় কুইজিন রান্না করার জন্য প্রফেশনাল শেফ কমে যাচ্ছে। রাঁধুনি বা শেফের অভাবের কারণে রেস্তোরাঁগুলো বড় ধরনের সংকটে পড়েছে। ব্রিটেনে চিকেন টিক্কা মাসালা বা তান্দুরি চিকেনের মতো ডিশ খুবই জনপ্রিয়।
ইন্ডিয়ান রেস্তোরাঁ বলে পরিচিত হলেও এই শিল্পের সঙ্গে মূলত বাংলাদেশি ব্যবসায়ীরাই জড়িত।
বাংলাদেশি বংশোদ্ভূত শেফ টমি মিয়া বলেছেন, প্রতি সপ্তাহেই এ ধরনের রেস্টুরেন্ট বন্ধের খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, অভিজ্ঞ শেফ না পাওয়ার পেছনে ব্রিটেনে সামপ্রতিক সময়ে অভিবাসনে কড়াকড়ি একটি অন্যতম কারণ। এ ছাড়া ব্রিটেনে বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশি বা ভারতীয়রা কারি শিল্পে আসতে আর আগ্রহী নয়।
ভালো রাঁধুনি খুঁজতে রেস্তোরাঁ মালিকরা আন্তর্জাতিক ইন্ডিয়ান শেফ প্রতিযোগিতা আয়োজন করেছে।
রান্নাবান্নায় নতুন প্রজন্মকে আগ্রহী করা এর অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া রেস্টুরেন্টের শেফদের জন্য কাজের পারমিট সংক্রান্ত নিয়মকানুন সহজ করার বিষয়ে লবি করবেন বলে জানিয়েছেন টমি মিয়া।