অংকতত্ত্বে রানীর শাসন
কাল (বুধবার) ব্রিটেনের ইতিহাসে দীর্ঘ সময় রাজসিংহাসনে অধিষ্ঠিত থাকার মর্যাদা অর্জন করবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। অতিক্রম করবেন তার দাদী রানী ভিক্টোরিয়ার শাসনকাল। দিনটি পার করলেই তার খ্যাতির ঝুড়িতে জমা হবে আরও কিছু কৃতিত্ব। সোমবার এএফপির এক প্রতিবেদনে তার কৃতিত্বের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা প্রকাশ করা হয়েছে।
৩,৩৪,৪৬,৪৩০ মিনিট
বুধবার স্থানীয় ঘড়ির কাঁটা বিকাল ৫টা বেজে ৩০ মিনিটে পৌঁছলেই পূর্ণ হবে রানীর ৩,৩৪,৪৬,৪৩০ মিনিট ২৩,২২৬ দিন ১৬ ঘণ্টা ৩০ মিনিটের শাসন। টপকে যাবেন রানী ভিক্টোরিয়ার সিংহাসন রেকর্ড।
১২ প্রধানমন্ত্রী
রানীর ক্ষমতা থাকাকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১২ জন। এদের মধ্যে প্রথম ছিলেন উইনস্টন চার্চিল ও সর্বশেষ ভেডিড ক্যামেরন।
১০ মিনিট
রাজসিংহাসনে বসার ৬২তম আসরে পার্লামেন্টের সূচনালগ্নে প্রায় ১০ মিনিটের একটি দীর্ঘ বক্তৃতা দেন রানী। সরকারি পরিকল্পনা আইনসভার কর্মপদ্ধতি সংক্রান্ত বিষয় স্থান পায় ওই ভাষণে।
৫৬ ক্রিসমাস বার্তা
১৯৫২ সালে ক্ষমতায় আসার পর জাতির প্রতি ৫৬টি ক্রিসমাস বার্তা দিয়েছেন এলিজবেথ। খ্রিস্টানদের বৃহত্তম এ ধর্মীয় অনুষ্ঠানে রাতের খাবার শেষে টেলিভিশনে জাতির উদ্দেশে এ বার্তা দিয়েছেন।
৯৭টি দেশ ভ্রমণ
মতার উচ্চ আসনে আসীন রানী দ্বিতীয় এলিজাবেথ কোনো পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করেছেন ৯৭টি দেশ। প্রথম দেশ হিসেবে ভ্রমণ করেন নরওয়ে ও সর্বশেষ জার্মানি।
গড়ে ৫০ হাজার
বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজকীয় আতিথেয়তার খাতিরে প্রতিবছর গড়ে ৫০ হাজার মানুষ দাওয়াত করে খাইয়েছেন রানী। গার্ডেন পার্টি নৈশভোজসহ বিভিন্ন অনুষ্ঠানে এসব অতিথিকে দাওয়াত করতেন তিনি।
বিয়ের ৬৭ বছর
১৯৪৭ সালের ২০ নভেম্বর প্রিন্স ফিলিপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ৬৭ বছর পূর্ণ হবে এই দিন। ফিলিপকে তিনি তার ‘শক্তি ও অস্তিত্ব’ বলে ডাকতেন।