উ. কোরিয়ায় রেডিও চালু করবে বিবিসি
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানিয়েছে, প্রথবারের মতো উত্তর কোরিয়ায় রেডিও সম্প্রচার চালু করার চিন্তা করছে বিশ্বের জনপ্রিয় গণমাধ্যম প্রতিষ্ঠান ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। নতুন বিশ্বব্যাপী সম্প্রচার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা অনুযায়ী, উত্তর কোরিয়ার জন্য বিবিসির নিয়মিত টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি চালু থাকবে রেডিও সম্প্রচার কার্যক্রম। এছাড়া উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রত্যন্ত অঞ্চলের জন্য রেডিও সম্প্রচার করবে। ইথিওপিয়ার জন্যও আলাদা একটি অনুষ্ঠান থাকবে।
বিবিসি জানিয়েছে, শিশুদের জন্য ইন্টারনেট ম্যাগাজিন ‘আইপ্লেয়ার’-এর সম্প্রচার আরও প্রসার করা হবে। বিবিসির মহাপরিচালক টনি হল বলেন, তাদের প্রতিষ্ঠান সৃজনশীলতা প্রকাশের একটি উন্মুক্ত মাধ্যম।