পুরস্কারের টাকা উদ্বাস্তুদের দান করলেন ইরানি ফটোগ্রাফার

Iranian Photoইরানি ফটোগ্রাফার নেউশা তাভাকোলিয়ান বলেছেন, তিনি তার ১ লাখ ইউরো (১ লাখ ১২ হাজার মার্কিন ডলার) মূল্যের পুরস্কারের টাকার একটা অংশ সিরিয়া ও ইরাকের উদ্বাস্তুদেরে নিয়ে কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিবেন। নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান তাকে ওই পুরস্কার দিয়েছে।
তাভাকোলিয়ান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি বিশ্বের যে অঞ্চলে বসবাস ও কাজ করি সে অঞ্চলটি যখন জ্বলছে এবং সেখানকার মানুষেরা তাদের নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, আশ্রয়ের সন্ধানে সাগর-মহাসাগর পাড়ি দিচ্ছে এমন এক সময়ে আমার পক্ষে এই পুরস্কারের টাকা উপভোগ করাটা একটু কঠিনই হয়ে পড়বে।’
৩৪ বছর বয়সী স্ব-শিক্ষিত এই ফটোগ্রাফার জানিয়েছেন, সিরীয় ও ইরাকি উদ্বাস্তুদের সহায়তা করছে এমন কোনো দাতব্য সংগঠনকে তিনি তার পুরস্কার থেকে ১৫ হাজার ইউরো দান করবেন। ইরানের প্রথমদিককার নারী ফটোগ্রাফারদের একজন তাভাকোলিয়ান জানান, তিনি ইরাক ও সিরিয়া উভয় দেশেই কাজ করেছেন। আর দু’টি দেশের বাসিন্দারাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম ভিত্তিক সংস্কৃতি ও উন্নয়ন সহায়তা বিষয়ক তহবিল প্রিন্স ক্লস ফান্ড বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানায় যে, তাভাকোলিয়ানকে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৫ সালের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘স্ব-শিক্ষিত ফটোগ্রাফার নেওশা তাভাকোলিয়ানকে ফটোসাংবাদিকতা ও চিত্রশিল্পের মাধ্যমে ইরানসহ মধ্যপ্রাচ্যের জীবনযাত্রার গভীর অভিজ্ঞতা তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখার জন্য এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button