সিরিয়ায় অস্ত্র দেয়ার প্রকাশ্য ঘোষণা রাশিয়ার
রাশিয়া নিশ্চিত করেছে যে, তারা সিরিয়ায় অস্ত্র দিচ্ছে। সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার জন্য আরব এ দেশটির সরকারকে অস্ত্র দেয়া হচ্ছে বলে ঘোষণা করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন হচ্ছে তবে সম্প্রতি সে সম্পর্ক একটা গুণগত পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, সিরিয়া ইস্যুতে রাশিয়া তার অবস্থান বদলাচ্ছে বলে সম্প্রতি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে অসত্য ও কল্পিত বলে উড়িয়ে দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।