ভিক্টোরিয়া বনাম দ্বিতীয় এলিজাবেথ

Queenব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় আসীন থাকার ক্ষেত্রে রেকর্ড গড়ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এদিক থেকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন রাণী ভিক্টোরিয়াকে। রাণী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন ১৮ বছর বয়সে এবং ৬৩ বছর ৭ মাস ২ দিন তিনি সিংহাসনে ছিলেন।
অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এবং আজ বুধবার তিনি রাণী ভিক্টোরিয়ার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন। তাদের দুজনের মধ্যে আশ্চর্য কিছু মিল আছে, আবার অমিলও কম নয়।
ভিক্টোরিয়া যেদিন রাণীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন চার লাখ মানুষ। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখেন ব্রিটেনের ২ কোটি ৭০ লাখ মানুষ।
রাণী ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে ১৮৪০ সালের ১০ ফেব্রুয়ারি। প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর আগে পর্যন্ত তারা ২০ বছর এক সঙ্গে সংসার করেন।
রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০ নভেম্বর ২১ বছর বয়সে। তাদের বিবাহিত জীবনের ৬৮ বছর চলছে এখন।
রাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক চতুর্থাংশ জায়গাজুড়ে। তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সংকুচিত হতে হতে একেবারে ছোট হয়ে এসেছে। তিনি এখন যুক্তরাজ্যে এবং আরো ১৫টি কমনওয়েলথ দেশ ও ভুখন্ডের সরকার প্রধান।
রাণী ভিক্টোরিয়া তার মেয়াদকালে ব্রিটেনে ১০ জন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এ পর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাণী ভিক্টোরিয়ার আমলে রাজ কোষাগার থেকে ছাড়া হয়েছে আড়াইশ কোটি মূদ্রা। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এ পর্যন্ত ছাড়া হয়েছে ৬৮০ কোটি মূদ্র।
রাণী ভিক্টোরিয়ার নামে ব্রিটেনে মোট ১৫৩ টি রাস্তার নাম রাখা হয়েছে। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের নামে আছে ২৩৭ টি রাস্তা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button