ওবামা-ক্যামেরন ফোনালাপ : রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রমানিত হলে সিরিয়াকে কঠোর পরিনতি ভোগ করতে হবে

Obamaসিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে প্রমানিত হলে কঠোর পরিনতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। ওবামা-ক্যামরন শনিবার ৪০ মিনিট টেলিফোন আলাপের সময় এ হুশিয়ারি দিয়ে সিরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে ক্যামরনের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সিরিয়ার বিদ্রোহীরা শনিবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ এনে বাশার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সামরিক শক্তি ব্যবহার না করতে পশ্চিমাদের প্রতি আহবান জানিয়েছে। তারা বলেছেন সিরিয়ার বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপ নেয়া হলে সমগ্র মধ্য প্রাচ্যে আগুন জ্বলে উঠবে। বৃটিশ প্রধানমন্ত্রী ক্যামরণের ডাউনিং স্ট্রিট থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে দামেস্কে রাসায়নিক অস্ত্র ব্যবহারের স্থানে অনতিবিলম্বে জাতিসংঘ তদন্ত কর্মকর্তাদের ঢোকার অনুমতি দিতে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। প্রেসিডেন্ট আসাদ সরকার জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর অর্থ হচ্ছে সেখানে লুকানোর মতো অবশ্যই কিছু রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ক্যামরন ওবামা দুজনেই বলেছেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকলে এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে ব্যবস্থা গ্রহনের যথেষ্ট কারণ থাকবে। দুজনই কর্মকর্তাদেরকে এ ব্যাপারে সব ধরণের বিকল্প বিবেচনার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে দুনেতাই রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রতিহত করা এবং এ থেকে ভবিষ্যতের সমস্যা প্রতিহত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ নিয়ে দুজনেই ঘনিষ্ট যোগাযোগ রাখবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ক্যামরনের সঙ্গে টেলিফোনে কথা বলার আগে প্রেসিডেন্ট ওবামা সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের এক  কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন সিরিয়ার প্রকৃত পরিস্থিতি নিরুপনের জন্য প্রেসিডেন্ট ওবামা গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button