পানির চেয়েও দুধ সস্তা ইউরোপে !
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এক বোতল পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে এক বোতল দুধ। এক লিটার পানির বোতলের দাম যেখানে দেড় আমেরিকান ডলার, সেখানে এক লিটার দুধ পাওয়া যাচ্ছে এক ডলারে।
এই অতিমন্দা ডেইরি খামারিদের কাছে দেখা দিয়েছে দুর্যোগ হিসেবে। এর প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত সোমবার খামারিরা ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশের দিকে ছুড়ে মারেন খড় ও ডিম। চলতি বছর ইউরোপের খুচরা বাজারে দুধের দাম ৫ শতাংশ কমলেও পাইকারি বাজারে কমেছে ২০ শতাংশ।