ক্ষমা চাইলেন হিলারি

Hillaryসাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দায়িত্ব পালনকলে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তার এ সিদ্ধান্ত ‘ভুল’ ছিল।
যদিও এর আগে ক্লিনটন তার ই-মেইল ব্যবহার নিয়ে সৃষ্ট বিতর্ক নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে এগিয়ে থাকা ক্লিনটনকে এ বিতর্কের জন্যে নানা জটিলতা মোকাবেলা করতে হচ্ছে। এমনকি তার জনসমর্থনেও কিছুটা ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে।
তবে মঙ্গলবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে ক্লিনটন এবিসি’র ‘ওয়ার্ল্ড নিউজ টুনাইটকে’ বলেন, ই-মেইল বিতর্কে সৃষ্ট পরিস্থিতির পুরো দায় তিনি নিচ্ছেন। এ জন্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি একটি ভুল ছিল। এ জন্যে আমি দুঃখিত। আমি এর পুরো দায় নিচ্ছি।’
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পালনকালে সরকারি ই-মেইল সার্ভারের পরিবর্তে ক্লিনটন তার ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করেন।
মঙ্গলবারের আগ পর্যন্ত এ ব্যাপারে সরাসরি ক্ষমা চাননি হিলারি।
গত সপ্তাহে তিনি বলেন, আমি আমার ভিন্ন পছন্দের বিষয়ে নিশ্চিত ছিলাম। কিন্তু এ বিতর্কের কারণে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জন্যে আমি দুঃখিত।
কিন্তু মঙ্গলবার তিনি স্বীকার করেন, আমার আসলে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত ছিল। একটি ব্যক্তিগত ও অপরটি সরকারি কাজের জন্যে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button