সব প্রবাসীদের হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছানো হবে

Dipuসৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মণি বলেছেন, বর্তমান সরকারের ভিশন হচ্ছে সকল প্রবাসীদের হাতে যথা সময়ে ডিজিটাল পাসপোর্ট পৌছে দেয়া। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শিফাস্থ কনস্যুলার ভবনে এমআরপি পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চলতি বছরের ২৪শে নভেম্বরের পর মেশিন রিডেবল পাসপার্ট (এমআরপি) ছাড়া কোন প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তাই আগামী ২৪শে নভেম্বরের পূর্বেই সবাইকে ডিজিটাল পাসপোর্ট গ্রহণ করতে হবে। এখনও যারা পাসপোর্ট করেননি তাদের দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল পাসপোর্ট করার জন্য আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব গোলাম কবির, শহিদুল ইসলাম, মুরশেদুল হক খান, সজিব আহমেদ, কর্নেল (অব:) ফারুক খান (গোপালগঞ্জ-১), গোলাম ফারুক খন্দকার (পাবনা-৫), এমপি এডভোকেট সোহরাব উদ্দিন (কিশোরগঞ্জ-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪), সেলিম উদ্দিন (সিলেট-৫),  রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, কার্যালয় প্রধান কাউন্সিলর মনিরুল ইসলাম, কাউন্সিলর খায়রুল আলম, কাউন্সিলর মোশারফ হোসেন, ১ম সচিব ফারজানা মান্নান, ২য় সচিব মোহাম্মদ সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বিকাল ৪টায় বাথাস্হ আউটসোর্সিং কোম্পানি আইরিশ করপোরেশন বারহাডের অফিসে এমআরপি কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এছাড়া রাতে রিয়াদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন সফররত প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ডক্টর রেজাউল করিম, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী কাপ্তান হোসেন, ডা.জাকিউল হাসান, ডা.আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম ভূইয়া, জাকির হোসেন, মোহাম্মদ আলী নুর, বোরহান উদ্দিন ইস্কান্দর, মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, আফসার হোসেন চৌধুরী, বজলুর রহমান, গোলাম মহিউদ্দীন, সালাহ উদ্দিন আহমেদ ফারুক, মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এসময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সফররত প্রতিনিধি দলের সভাপতি ডা.দীপু মণি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button