সৌদি আরবে এ পর্যন্ত ৮ লাখ হজযাত্রী পৌঁছেছেন
এ বছর এ পর্যন্ত পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে প্রায় ৮ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির পাসপোর্ট অধিদপ্তরের প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে শুরু হতে যাওয়া হজে অংশ নিতে ৭ লাখ ৯৬ হাজার ৫৮১ হজযাত্রী সেখানে পৌঁছেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ লাখ ৮০ হাজার ৪৭৪ জন হজযাত্রী আকাশপথে, ৯ হাজার ৩৯ জন সড়কপথে ও ৭ হাজার ৬৮ জন সমুদ্রপথে সেখানে পৌঁছেছেন। গত কয়েকদিনে সেখানকার আবহাওয়া ভালো বলেও জানিয়েছেন ভারতের হজ বিষয়ক শীর্ষ এক কর্মকর্তা।
হাজীরা যাতে নিরাপদে ও নির্বিঘে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে বহু পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এদিকে পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ ও মসজিদের সুবিস্তৃত প্রাঙ্গনে বিশ্বাসী, বহু বয়স্কা নারী কাবার চারপাশ প্রদক্ষিণ করছেন, নামাজ আদায় করছেন ও মোনাজাত করছেন। সবসময় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারা। বিদেশী হজযাত্রীদের মধ্যে ভারত ও পাকস্তান থেকে ১ লাখ করে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ভারতের কনসাল জেনারেল বি এস মুবারক বলছিলেন, আমাদের অধিকাংশ হজযাত্রীরা এখন মক্কায় অবস্থান করছেন। তিনি জানান, মক্কার আজিজিয়া জেলার বিভিন্ন বাসভবনে তাদের প্রায় ৬০,০০০ হজযাত্রীর থাকার বন্দোবস্ত করা হয়েছে।
তিনি বলেন, আমাদের হজযাত্রীরা ভালো আছেন এবং তারা নামাজ আদায়, মোনাজাতে ব্যস্ত সময় পার করছেন। গত কয়েকদিনে আবহাওয়া অপেক্ষাকৃত ভালো বলে জানান তিনি। মক্কায় রাতের সময়টা স্বস্তিকর ও আরামদায়ক। তবে প্রথমদিকে আবহাওয়া বেশ খারাপ ছিল বলে জানান তিনি। গত ৬ই আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত মক্কা ও মদিনায় তাপমাত্রা অনেক বেশি ছিল এবং সেটা অনেকের জন্য অসহনীয় ছিল। এদিকে পাকিস্তানের কনসাল জেনারেল আফতাব আহমেদ খোখের বলেন, পাকিস্তানি হজযাত্রীরা সুস্থ আছেন। তিনি বলেন, পাকিস্তান থেকে প্রায় ১ লাখ হজযাত্রী পৌঁছেছেন দেশটিতে। আশা করা হচ্ছে, ১ লাখ ৪৩ হাজার ৩৬৮ পাকিস্তানি হজযাত্রী সৌদি আরবে এবার পবিত্র হজে অংশ নেবেন। পাকিস্তানে হজ বিষয়ক মহাপরিচালক সৈয়দ আবু আহমাদ আকিফ বলেন, আমাদের হজযাত্রীরা আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে আসা অব্যাহত রাখবেন। এদিকে আগামী ২০শে সেপ্টেম্বর ৫ দিনের হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের বিভিন্ন স্থানের হাজীরা মক্কা ও মদিনার উদ্দেশে রওনা হবেন।