প্রকৃতির ক্যানভাসে কৃষকের শিল্প
কাগজের ক্যানভাসে শিল্পীর তুলির আঁচড় শিল্পপিপাসু মানুষের মনে ভালোলাগার অনুভূতি ছড়িয়েছে যুগ যুগ ধরে। কিন্তু প্রকৃতিও হতে পারে শিল্পীর বিশাল ক্যানভাস। এক্ষেত্রে অবশ্য শিল্পীর ভূমিকায় কৃষক। অসাধারণ সেই কাজটিই করে দেখিয়েছেন জাপানের সায়তামা প্রদেশের গিয়োদার কৃষকরা। বিশাল একটি ধানক্ষেতকে ক্যানভাস বানিয়ে ফুটিয়ে তুলেছেন মনের মাধুরী।
শিল্পকর্মের স্বীকৃতিও মিলেছে দ্রুতই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ একে বিশ্বের সবচেয়ে বড় শৈল্পিক ধানক্ষেতের স্বীকৃতি দিয়েছে। জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরা একটি মেয়ে এবং মহাকাশযাত্রীদের মতো পোশাক পরা একটি ছেলে শিশু হাত ধরাধরি করে উড়ছে আকাশে- ধানক্ষেতে ফুটিয়ে তোলা শিল্পকর্মটি এমনই। জাপানি ভাষায় যার শিরোনাম ‘মিরাই ই সুনাগু ইনিশি নো কিসেকি’, বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় ‘অতীত থেকে ভবিষ্যতের দিকে যাত্রা’। প্রাচীন শিল্প আর ঐতিহ্যের ধারক জাপানের প্রযুক্তির চরম উত্কর্ষতার দিকে ধাবমানতাকেই যেন তুলে ধরতে চেয়েছেন শিল্পী কৃষকরা। -বিডি নিউজ