মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ১০৭
সৌদি আরবের মক্কায় মসজিদে হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়েছে। এতে কমপক্ষে ১০৭ জন হাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ভারি বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ খবর নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মসজিদে হারামে বেশ কিছুদিন যাবত উন্নয়ন কাজ চলছে। পবিত্র হজ পালনের উদ্দেশে লাখ লাখ হজযাত্রী এখন মক্কায় অবস্থান করছেন।
এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের টুইটার বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ক্রেনটি মসজিদ আল হারামের ওপর ছিঁড়ে পড়ে। ঠিক কীভাবে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সংগৃহিত ছবিতে দেখা যায়, বিশালাকৃতির ক্রেনটির একটি অংশ সৌদি আরবের অন্যতম প্রধান এ মসজিদের ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এ সময় মসজিদের ভেতর থাকা মুসল্লিরা এশার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে হতাহতের সংখ্যা এত বেশি বলে ধারণা করা হচ্ছে।
মক্কায় আর কয়েকদিন পরেই মুসলমান সমপ্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান হজ। এ মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মুসল্লি হজ পালনের জন্য মক্কায় এসে জড়ো হবেন। হজকে সামনে রেখে মসজিদ আল হারামকে সমপ্রসারিত করতে কয়েকটি ক্রেন দিয়ে সেখানে সংস্কার কাজ বহু দিন ধরেই চলছিল। এ রকমই একটি ক্রেন শুক্রবার রাতে ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।