সৌদিতে ৪০ বাংলাদেশি আহত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারাম নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৪০ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি। এছাড়া এখনো কোন বাংলাদেশি নিহতের খবর পাওয়া না গেলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত বাংলাদেশিদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের মক্কায় মসজিদে হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে কমপক্ষে ১০৭ জন হাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ভারি বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ খবর নিশ্চিত করেছে।