সউদি ব্যবসায়ীর অর্থে ইসলামি আইন শিক্ষাক্রম শুরু হচ্ছে ইয়েল ল’ স্কুলে
সউদি আরবের ব্যবসায়ী আবদাল্লাহ এস. কামেল যুক্তরাষ্ট্রের ইয়েল ল’ স্কুলে ইসলামি আইন অধ্যয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক কোটি ডলার অর্থ সাহায্য দেবেন। দাল্লাহ আলবারাকা গ্রুপ ব্যাংকিং এবং সউদি আরবের আবাসন ব্যবসায়ী ইয়েল প্রেসিডেন্ট পিটার স্যালোভে’সহ সংশ্লিষ্ট আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করার পর এই ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ইয়েল কর্মকর্তারা বলেছেন, আবদাল্লাহ এস. কামেল ইসলামি সভ্যতা ও ল’ সেন্টার ইয়েল এবং অন্য ইসলামি আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে উদ্বুব্ধ করবে। ইয়েল ল’ স্কুল ছাড়াও যুক্তরাষ্ট্রে হার্ভার্ড ল’ স্কুলের অনুরূপ ইসলামি আইন অধ্যয়নের সুযোগ রয়েছে। সউদি বাদশার অর্থানুকূল্যে হার্ভার্ডে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।