মক্কায় ক্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় মসজিদ আল হারামে গতকাল ক্রেন উল্টে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পবিত্র মসজিদের ভেতরে ক্রেন ভেঙ্গে পড়ার খবর শুনে তিনি এবং বাংলাদেশের জনগণ শোকাহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ এ কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সৌদি সরকার এবং দেশের জনগণ এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং চলতি মাসের শেষ দিকে এ বছরের পবিত্র হজ অনুষ্ঠান আয়োজন হজযাত্রীদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
শেখ হাসিনা নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় ১০৭ জন নিহত হয়েছেন।