মক্কার হাসপাতালগুলোতে রক্তদাতাদের লাইন
মক্কার মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে শুক্রবার রাতে বিভিন্ন হাসপাতালে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু মানুষকে।
এদের মধ্যে বেশির ভাগই তরুণ। হজ্জ করতে আসা ব্যক্তিদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের জন্য হাসপাতালগুলোতে জড়ো হয়েছেন বহু মানুষ।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মূলত হজ্জ করতে মক্কায় পৌঁছেছেন লাখো লাখো মুসল্লি। তাদের মধ্যে যারা শুক্রবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের রক্ত দানে এগিয়ে আসতে সামাজিক মাধ্যমে অনেকেই অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহাব শালবি জানিয়েছেন, ‘আহতদের চিকিৎসায় মক্কার সবগুলো হাসপাতালই প্রস্তুত রয়েছে।’
তিনি আরো জানিয়েছেন, ‘যারা অবস্থা গুরুতর তাদেরকে কাছের আজিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যারা মোটামুটি শঙ্কামুক্ত তাদেরকে অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।’