মক্কায় কয়েক দশকের তুলনায় ভারি বৃষ্টিপাত
মুসলমানদের পবিত্র নগরী মক্কায় শুক্রবার ভারি বৃষ্টিপাত হয়েছে। বিগত কয়েক দশকে এমন বৃষ্টি মক্কার মানুষ আর দেখেনি। বৃষ্টিপাতের সময় প্রবল বাতাস এবং বিদ্যুতের ঝলকানিও দেখা গেছে। ওই অঞ্চলে সাধারণত এমন বৃষ্টি দেখাই যায়নি। কিন্তু শুক্রবার ভারি বৃষ্টিপাতে হতবাক মক্কাবাসী।
বৃষ্টির কারনে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। বিভিন্ন জেলায় বৃষ্টির কারনে অনেক যানবাহন পানিতে তলিয়ে গেছে। অনেক রাস্তায় গাছ উল্টে পড়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে যানবাহন চলাচলে অসুবিধা দেখা দিয়েছে।
সামরিক সদস্য, ট্রাফিক পুলিশ এবং রাস্তার নিরাপত্তা কর্মীরা রাস্তা ঘাটে পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের সব লোকবল ও যন্ত্রপাতি কাজে লাগিয়েছে। শহরের পরিস্থিতি আগের জায়গায় ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছেন কর্মীরা।