কর্মক্ষেত্রের উদ্দেশে বাড়ি থেকে বেরোলেই ‘ওয়ার্কিং আওয়ার’
কাজে যেতে হয় শহরে। বাড়ি শহরতলিতে। বাস-ট্রেনে করে কাজে যেতেই বেশ কয়েক ঘণ্টা। কাজের জন্য এতটা সময় দিলেও তা এতদিন ব্রিটেনে ধরা হতো না ‘ওয়ার্কিং আওয়ার’ হিসেবে।
কিন্তু এবার আর এমনটা করতে পারবে না ব্রিটিশ সরকার। কাজের সময় নিয়ে একটি মামলায় আদালতে ধাক্কা খেল ডেভিড ক্যামেরনের সরকার। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস নির্দেশ দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা, যাদের নির্দিষ্ট কোনো অফিস নেই, তাদের ক্ষেত্রে, বাড়ি থেকে বেরিয়ে দিনের প্রথম গ্রাহকের কাছে যেতে যে সময় লাগে, সেটাকেও তাদের কাজের সময়ের মধ্যেই ধরতে হবে। ব্রিটিশ সরকারের দাবি, এতে খরচ বাড়বে। যদিও এই দাবিও খারিজ করে দিয়েছে আদালত।
কিন্তু নিয়ম থাকলে তো নিয়মের ফাঁকও থাকে। সেই ফাঁক গলে কোনো কর্মী যদি আদালতে এই নির্দেশিকার দোহাই দিয়ে গ্রাহকের বাড়ি যাওয়ার নামে ব্যক্তিগত কাজ করেন? উঠেছে এই প্রশ্নও।
যদিও আদালত এই সব যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, এরকম সমস্যা হলে তা সংস্থাকেই নির্মূল করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা অনুযায়ী, ব্রিটেনে সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাউকে কাজ করানো যায় না। যদি তিনি নিজে না চান। আদালতের নির্দেশ অনুযায়ী, এই ৪৮ ঘণ্টার মধ্যেই এবার ধরতে হবে বাড়ি থেকে কর্মক্ষেত্রে পৌঁছনোর সময়ও।