অবশেষে ভ্যাট প্রত্যাহার
শিক্ষার্থীদের তীব্র আন্দোলন আর আপত্তির মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর টিউশন ফির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আন্দোলনের কারণে রাজধানী প্রায় অচল হয়ে পড়ছে প্রতিদিনই।
ভ্যাট প্রত্যাহারের সংবাদ আন্দোলনকারীদের কাছে পৌঁছলে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে তারা।