স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফের গণভোট চায় স্কটল্যান্ড
ব্রিটেন ছেড়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য আবারো গণভোটের প্রস্তাব দিয়েছে স্কটল্যান্ডের জাতীয়তাবাদীরা। রোববার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এ কথা জানিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরে স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এতে স্বাধীনতার বিপক্ষে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। আর পক্ষে ৪৫ শতাংশ। তবে সম্প্রতি স্কটিশ টেলিভিশন চ্যানেল ‘এসটিভি’ পরিচালিত এক জরিপে দেখা গেছে, নতুন করে গণভোট অনুষ্ঠিত হলে ৫৫ শতাংশ স্কটিশ স্বাধীনতার পক্ষে ভোটে দেবেন।
স্টারজিওন জানান, আগামী বছর আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে তার দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছে। এই নির্বাচনী ইস্তেহারে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের একটি সম্ভাব্য সময় উল্লেখ করা হবে। স্টারজিওন জানান, আগামী ৫ অথবা ১০ বছরের মধ্যে দ্বিতীয় গণভোট হতে পারে।