আগামী বছর থেকে হজের কোটা থাকছে না
সৌদি হজবিষয়ক মন্ত্রী বন্দর হাজ্জার বলেছেন, আগামী বছর থেকে হজযাত্রীদের কোনো কোটা থাকছে না।
মন্ত্রী বন্দর হাজ্জার বলেন, মসজিদুল হারামের সম্প্রসারণ কাজ শেষ হওয়ার পর এর ধারণ ক্ষমতা ৫০ লাখে উন্নীত হবে। পরবর্তী পাঁচ বছরে তা তিন কোটিতে উন্নীত হবে। আরব নিউজের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
কোটা-ব্যবস্থা থাকার কারণে গত দুই বছর ধরে বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশ হজ করতে ইচ্ছুকদের মক্কায় পাঠাতে সমস্যায় পড়ছে। এক হিসাবে দেখা গেছে, গত দুই বছরে প্রায় ১৫ হাজার হজ করতে ইচ্ছুক লোক যেতে পারেননি।