শওকত মাহমুদের জামিন নামঞ্জুর

Showkatসাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের বিরুদ্ধে নাশকতার পাঁচ মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মুগদা থানার তিন মামলা ও খিলগাঁও থানার দুই মামলায় জামিন চেয়ে আজ মঙ্গলবার আদালতে জামিন আবেদন করেন শওকত মাহমুদের আইনজীবী সানাউল্লাহ মিয়া
পরে ঢাকার মহানগর হাকিম মো. ইউনুস খান জামিনের আবেদন নাকচ করে দেন। চলতি বছরের হরতাল-অবরোধ চলাকালে শওকত মাহমুদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়।
গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button