বিন লাদেন কোম্পানির তৎপরতা বন্ধের নির্দেশ
সৌদি আরবের সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এক ফরমান জারি করে সৌদি বিন লাদেন কোম্পানির সব নির্মাণ তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে এই কোম্পানির সঙ্গে সম্পাদিত সৌদি সরকারের সব চুক্তি পর্যালোচনা করে দেখার জন্য দেশটির অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার মক্কার পবিত্র মসজিদুল হারামে ক্রেন চাপা পড়ে নজিরহীনভাবে অনেক মানুষ হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সৌদি রাজার ফরমানে, মক্কা-দুর্ঘটনার তদন্ত এবং আইনগত তৎপরতা মীমাংসা না হওয়া পর্যন্ত বিন লাদেন গ্রুপ শীর্ষ কর্মকর্তা ও বোর্ডের সদস্যদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ছাড়া নিহতদের পরিবার পিছু ২ লাখ ৬৭ হাজার ডলার এবং আহত ব্যক্তিদের এর অর্ধেক পরিমাণ অর্থ দেয়ার নির্দেশও সৌদি রাজার ফরমানে দেয়া হয়েছে।
এদিকে ঘটনার তদন্তে নিয়োজিত কমিটির দেয়া বিবৃতিতে মক্কা-দুর্ঘটনার জন্য বিল লাদেন গ্রুপ আংশিক দায়ী বলে উল্লেখ করা হয়। প্রস্তুতকারক কোম্পানির ব্যবহার বিধি লঙ্ঘন করে ক্রেনটি বসানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সৌদি বিন লাদেন গ্রুপটির প্রতিষ্ঠা করেছিলেন সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ। সৌদি আরবে এ কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এ সংস্থা ১৪০ কোটি পাউন্ড স্টারলিং ব্যয়ে মসজিদুল হারামের সমপ্রসার কাজে নেতৃত্ব দিচ্ছে। হারামাইন হাইস্পিড রেল লিংক বা মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামের প্রকল্পসহ সৌদি আরবে আরো বড় বড় প্রকল্প বাস্তাবায়নে জড়িত ছিল সৌদি বিন লাদেন গ্রুপ।