ইংল্যান্ডে পুরুষের তুলনায় মহিলাদের গড় আয়ূ বেশি
ইংল্যান্ডে মানুষের গড় আয়ূ বেড়েছে। ১৯৯০ সালের পর এ প্রথম পুরুষ এবং মহিলার গড় ৫ দশমিক ৪ বছর বেড়েছে বলে পাবলিক হেলথ ইংল্যান্ডের একটি গবেষণা রিপোর্টে জানানো হয়েছে। ইংল্যান্ডে একজন পুরুষ ও মহিলার গড় আয়ূ ৮০ বছর বলে রিপোর্টে উল্লেখ করা হয়। রিপোর্টে বলা হয়, ১৯৯০ সাল থেকে ২০১৩ সালের ভেতরে মানুষের গড় আয়ূ ৭৫ দশমিক ৯ বছর থেকে ৮১ দশমিক ৩ বছরে উন্নিত হয়েছে। তবে পুরুষের তুলনায় মহিলারা বেশি দিন বেঁচে থাকবেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। একজন পুরুষের ৭৯ দশমিক ৫ বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকলেও একজন মহিলার বেঁচে থাকার সম্ভাবনা ৮৩ দশকিম ২ বছর।
গত দুই দশকের বেশি সময় ধরে হৃদরোগ, স্ট্রোক এবং পালমোনারি রোগে মৃত্যুর আনুপাতিক হারে বাড়লেও সাধারণ মানুষের গড় আয়ূ বেড়েছে। যদিও তুলনামূলকভাবে দরিদ্র এলাকায় থাকা মানুষের কম বেড়েছে গড় আয়ূ।
রিপোর্টে বলা হয়েছে, একই হেলথ এবং সোস্যাল কেয়ার সিস্টেমে থাকার পরেও দেশের উত্তর-পূর্ব এবং উত্তর পশ্চিমের মানুষের মধ্যে গড় আয়ূর তফাৎ রয়েছে। যেসব এলাকায় তুলনামূলক দরিদ্র থাকেন সেসব এলাকার মানুষের গড় আয়ূর পরিমাণ কম।