বিশ্বের সেরা ১০ ইউনিভার্সিটির ৪টি ইউকেতে
বিশ্বের সেরা ১০ ইউনির্ভাসিটির তালিকায় ইউকের ৪টি ইউনিভার্সিটি থাকলেও সেরাদের প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ২টি ইউনিভার্সিটি। তালিকায় যুক্তরাষ্ট্রের ৫টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। কিউ এস ওয়ার্ল্ড ইউর্নিভার্সিটিস র্যাঙ্কিং নামে একটি সংস্থার জরিপে ২০১৫-১৬ সালের বিশ্বের সেরা ইউনির্ভাসিটির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায়র প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি এবং হাভার্ড ইউনিভার্সিটির নাম। তৃতীয় অবস্থানে ইউকের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং চতুর্থ ও পঞ্চম অবস্থানে আবার ইউএসের স্ট্যানফোর্ড এবং স্যালট্যাক ইউনিভাসির্টি। ষষ্ঠ, সপ্তাম এবং অষ্টমে ইউকের অক্সফোর্ড, ইউসিএল এবং ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন। নবমে সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ এবং দশমে ইউএসের শিকাগো ইউনির্ভাসিটির অবস্থান।
৮২টি দেশের বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে এবারের তালিকায়। এর মধ্যে তালিকার সর্বশেষ নাম্বার ৭শ ১ এ যৌথভাবে স্থান পেয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। তালিকায় সবচাইতে বেশি স্থান পেয়েছে ইউএসের বিশ্ববিদ্যালয়ের নাম। ইউএস ১শ ৫৪টি বিশ্ববিদ্যাল নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। আর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তালিকায়। এছাড়াও জার্মানির ৪৩, ফ্রান্সের ৪১, জাপানের ৩৮, অস্ট্রেলিয়ার ৩৩, চায়না ৩০, কানাডা ও ইতালির ২৬টি করে, ব্রাজিলের ২২, রাশিয়ার ২১ এবং বাংলাদেশের ১টি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে এবারের তালিকায়।
বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক র্যাপুটেশন ৪০, স্টুডেন্ট ফ্যাকালটি রেশিওতে ২০, সাইটেশন ফ্যাকলটির সুবিধায় ২০, ইমপ্লয়ার র্যাপুটেশনে ১০, ইন্টারন্যাশনাল ফ্যাকালটিতে ৫ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিওতে ৫ নাম্বার দেয়া হয় র্যাঙ্কিং নির্ধারণের ক্ষেত্রে।
উল্লেখ্য ২০১৪-১৫ সালের বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম স্থানে ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের এম আই টি বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে ইউকের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন। আর হাভার্ড ছিল চতুর্থ। কিন্তু এবার এম আই টি প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় অবস্থানে চলে এসেছে হাভার্ড এবং ক্যামব্রিজ গেছে তৃতীয় অবস্থানে।