দারিদ্র্যতার হার কমেছে বাংলাদেশে
লক্ষ্যমাত্রার চেয়ে দ্রুত দারিদ্রতার হার কমেছে বাংলাদেশে। জাতিসংঘের এমডিজি প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় ২০১৫ সালে বাংলাদেশে দারিদ্র্যতার হার কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশে।
বাংলাদেশে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন (এমডিজি) অগ্রগতি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ২০১০ সালেই চরম দারিদ্রের লক্ষ্য পূরণ করেছে। ২০১৫ সালের লক্ষ্যমাত্রা ৮ শতাংশের বিপরীতে এই হার সাড়ে ৬ শতাংশে নেমে এসেছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) প্রতিবেদনে বলা হয়, কিছু ব্যতিক্রমছাড়া সবগুলো লক্ষ্যতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে।
‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন,২০১৫’ এর সার-সংক্ষেপ উপস্থাপন করেন জেনারেল ইকোনোমিক ডিভিশনের সিনিয়র সচিব শামসুল আলম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস-ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলার সবগুলো সূচকেরই আগের চেয়ে উন্নতি হয়েছে।