মাওলানা ইউসুফের আবেদন খারিজ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ (চেয়ারম্যান অনুপস্থিত) সোমবার এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনালের আইনে আছে, আদেশের সাত দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। কিন্তু এ আবেদন ওই সময়ের মধ্যে করা হয়নি। সুতরাং এ আবেদন গ্রহণযোগ্য নয়। এর আগে ২৪ আগস্ট অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন ইউসুফের আইনজীবী। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুর রহমান। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত । অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সাত দিনের মধ্যে আবেদন করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশের সার্টিফাইড কপি পাইনি। এ কারণে আবেদন করতে দেরি হয়ে গেছে। গত ১ আগস্ট জামায়াতের মাওলানা ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আগামী ৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের জন্য দিন ধার্য আছে।