বাংলাদেশ বিমানের টিকেট ডিজিটাল সেন্টারে

Bimanবাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট পাওয়া যাবে ডিজিটাল সেন্টারে। সাধারণ মানুষের জন্য অনলাইনে টিকেট বিক্রির এই কার্যক্রম চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে এ নিয়ে বুধবার এক সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আওতায় পরীক্ষামূলকভাবে দেশের ১১টি জেলার ১০০টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট বিক্রি করা হবে। সমঝোতা স্মারকটিতে সই করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ।
উল্লেখ্য, রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এটুআই প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এটুআই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে চুক্তি সই হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button