জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকার চেষ্টা
তাদের লক্ষ্য শুধু খেয়ে-পরে পৃথিবীতে একটু বেঁচে থাকা। আর এই বেঁঁচে থাকার জন্যই তারা এখন নিজের এবং শিশু সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে সাগর পাড়ি দিচ্ছেন। গত ১৩ সেপ্টেম্বর একজন সিরিয় তার শিশু সন্তানকে কুলে নিয়ে লাইফ টিউবে বসে সাতার কেটে দীর্ঘ সাগর পথ পাড়ি দিয়ে গ্রীসের লেসবস দ্বীপের তীরে উঠার চেষ্টা করছেন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন সংস্থার মতে, চলতি বছর ৪ লাখেরও বেশি অভিবাসী প্রত্যাশী মধ্যপ্রাচ্য অতিক্রম করে ইউরোপে এসেছেন।