ঘন্টায় ৯ পাউন্ড ৩৫ পেন্স কার্যকর করছে লিডল
আগামী অক্টোবর থেকে সুপার মার্কেট লিডল ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে কর্মরত স্টাফদের মিনিম্যাম ওয়েজ ঘন্টায় ৮ পাউন্ড ২০ পেন্সে উন্নীত করার ঘোষণা দিয়েছে। আর লন্ডনের স্টাফরা পাবেন লন্ডন লিভিং ওয়েজ। অর্থাৎ ঘন্টায় ৯ পাউন্ড ৩৫ পেন্স করে। তবে নর্দার্ন আয়ারল্যান্ডের স্টাফরা এ সুযোগ পাবেন না। যদিও আগামী এপ্রিল থেকে ইউকের সর্বত্র মিনিম্যাম ওয়েজ ৭দশমিক ২০ পেন্স করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর জর্জ অসবোর্ন। লিভিং ওয়েজ ফাউন্ডেশন লিডলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সরকারের ঘোষিত মিনিম্যাজ ওয়েজ ৭ দশমিক ৮৫ পেন্স হওয়া উচিত বলে জানিয়েছে। ইউকেতে জার্মান সুপার স্টোর লিডলের প্রায় ১৭ হাজার স্টাফ রয়েছেন। প্রতি সপ্তাহে প্রায় ৫ মিলিয়নের বেশি ক্রেতাকে সার্বিস দিয়ে আসছে লিডল।