সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ সহ্য করবে না রাশিয়া
সিরিয়ায় যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার এ খবর জানিয়েছে।
সম্প্রতি সিরীয় উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ও ওবামা-ক্যামরনের সামরিক অভিযানের হুমকির জবাবে রাশিয়া সরকারের মুখপাত্র সার্জেই লাভরভ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ সহ্য করবে না মস্কো।
এর আগে সিরিয়া সরকার ও ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সিরিয়ায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করা হলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে।
রোববার সন্ধ্যায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমাদের সামরিক অভিযান শোচনীয়ভাবে ব্যর্থ হবে।