আমীরাতের প্রধানমন্ত্রীর পুত্রের মৃত্যুতে শেখ হাসিনার শোক
সংযুক্ত আরব আমীরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের জ্যেষ্ঠ পুত্রের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গতকাল এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আপনার জ্যেষ্ঠ পুত্র শেখ রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আকস্মিক মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। অকাল ও মর্মান্তিক এ মৃত্যুতে আপনার, আপনার পরিবারের সদস্যবর্গ এবং সংযুক্ত আরব আমীরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি, মাগফেরাত ও জান্নাতে সর্বোচ্চ স্থান কামনা করে বলেন, আমরা প্রার্থনা করছি, আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি বহন করার শক্তি ও ধৈর্য্য দান করেন।