স্কুল শিক্ষকের মুসলিম বিদ্বেষ
মুসলমানরা কেন যুক্তরাষ্ট্রে আসতে চায়? এমন প্রশ্ন রেখে ফেসবুকে একটি কার্টুন পোস্ট করে বিতর্ক উসকে দিলেন যুক্তরাষ্ট্রের ভর্জিনিয়ার স্কুলের এক বোর্ড চেয়াপার্সন। যুক্তরাষ্ট্রে ইসলাম ফোবিয়ার সবশেষ শিকার ঘড়ি বানানো কিশোর আহমদের ঘটনার রেশ না কাটতেই আবারও ঘৃণা ছড়ানো হলো। ফেসবুকে দেয়া এক পোস্টে ভার্জিনিয়ার ওই স্কুলের বোর্ড পার্সন বলেন, মুসলমানরা শুকরের মাংস, বিয়ার, কুকুর, বিকিনি, যিশু এবং বাকস্বাধীনতার বিরোধী। আমরা প্রশ্ন তারা কোন দুঃখে যুক্তরাষ্ট্রে আসেন? পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে গেলেও মূল পোস্টটি ফেসবুক থেকে অপসরণ করা হয়েছে। চেসাপিক স্কুল বোর্ডের চেয়াপার্সন ক্রিস্টি নিউ ক্যারিগ নামের ওই নারী বলেছেন, আমি কোন বিদ্বেষের জায়গা থেকে পোস্টটি শেয়ার করিনি। আমি যখন পোস্টটি এ মাসের চার তারিখ শেয়ার করি তখনও সেটি দেখে কেউ অসন্তুস্ট হননি। তিনি দাবি করেন, আমি বর্ণবাদী নই। আমি বিষয়টিকে এভাবে বলতে চাইনি। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকেলে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছেন, সম্প্রতি একটি ফেসবুক পোস্ট একটি সম্প্রদায়ের নজর কেড়েছে এবং তারা এর সমালোচনা করছেন।