গ্রিসে বিজয়ী সিপ্রাসের সিরিজা পার্টি

Greceগ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি জয়ী হয়েছে। এই রায়কে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন দলটির নেতা অ্যালেঙিস সিপ্রাস।নির্বাচনের ফলাফল আসার আগেই রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দল পরাজয় স্বীকার করে নিয়েছে।
রবিবার দেশটির সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। আগস্টে গ্রিসের পার্লামেন্টে সিরিজা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে সবশেষ এই নির্বাচন দেওয়া হয়। এ নিয়ে গত ছয় বছরের মধ্যে দেশটিতে পাঁচটি নির্বাচন হলো।
এখন পর্যন্ত ৬০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে সিরিজা পার্টি ৩৫ শতাংশ, নিউ ডেমোক্রেসি ২৮ শতাংশ, ডানপন্থী গোল্ডেন ডাউন দল ৭.১ শতাংশ ভোট পেতে যাচ্ছে বলে বলা হচ্ছে।
নির্বাচনের এই ফলাফল অনুসারে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে কিছুটা পিছিয়ে আছে সিরিজা পার্টি। তবে ইনডিপেনডেন্ট গ্রিকস দল জোট সরকারে যোগ দিতে সম্মত হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তরুণ অ্যালেঙিস সিপ্রাস।
প্রাথমিক ফলাফল ঘোষিত হওয়ার পর টুইটারে অ্যালেঙিস সিপ্রাস বলেছেন, আমাদের সামনে সংগ্রাম ও কঠোর পরিশ্রমের পথ। এই পথ পাড়ি দিতে হবে। -বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button