ভিডিও স্ট্রিমিং সেবা চালু করছে বিবিসি
সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও স্ট্রিমিং সেবা চালু করার ঘোষণা দিয়েছে বিবিসি। পশ্চিমা দেশগুলোতে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সার্ভিস নেটফিক্সের মতো পরিচালিত হবে সেবাটি। আপাতত এটি শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হবে। পরে সাধারণ মানুষের আগ্রহের ভিত্তিতে সেবাটির পরিধি বাড়ানো হবে। বিবিসির ডিরেক্টর জেনারেল টনি হল বলেছেন, এ ধরনের সেবায় বিবিসির অন্তর্ভুক্তির কারণ অর্থনৈতিক। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের আয় বাড়াতে চায়। এছাড়া সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে এমন সেবা দেয়াও প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বলে জানিয়েছেন টনি হল। ২০১৬ সালেই চালু করা হবে বিবিসি’র ভিডিও স্ট্রিমিং সার্ভিস। বিবিসির বড় বড় কিছু শো যুক্ত করা হবে সার্ভিসে।
এত দিন বিবিসির বিভিন্ন কনটেন্ট ভিডিও স্ট্রিমিং সেবা দেয়া প্রতিষ্ঠান অ্যামাজান ও হুলু থেকে স্ট্রিমিং করতে পারতেন গ্রাহকরা। তবে বিবিসি’র নিজস্ব স্ট্রিমিং সেবাটি চালু করা হলে ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিবিসির ডিরেক্টর জেনারেল। বিবিসির বিভিন্ন প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয়। দেশটির বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বিবিসির বিভিন্ন প্রোগ্রাম প্রচার করে থাকে।