চলে গেলেন মার্কিন ঔপন্যাসিক জ্যাকি কলিন্স
বিখ্যাত ঔপন্যাসিক জ্যাকি কলিন্স শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘ সাত বছর ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন তিনি।
জ্যাকি স্কুলে পড়ার সময়ই লিখতে শুরু করেন। তখন জ্যাকির গল্পের পাঠক ছিল তার বন্ধুরা। তার প্রথম উপন্যাস ‘দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারেড ম্যান’ প্রকাশিত হয় ১৯৬৮ সালে। প্রথমেই বইটি বেস্টসেলার হয়েছিল।
তার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কলম থামেনি জ্যাকির। তার ৩২টি উপন্যাস নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় স্থান পেয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি জীবনের শেষ দিনগুলো লস অ্যাঞ্জেলেসের বাসভবন কাটিয়েছেন। তার বোন অভিনেত্রী জোয়ান কলিন্স বলেছেন, ‘জ্যাকির মৃত্যুর খবর আমি একদম ভেঙ্গে পড়েছি। ও আমার সবচেয়ে ভাল বন্ধু ছিল।’
১৯৩৭ সালের ৪ অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন জ্যাকি কলিন্স। দু’বার বিয়ে করেছিলেন তিনি। তার তিন মেয়ে রয়েছে।