সৌদি আরবে ১১৬ ফিলিপাইন নাগরিকের একসাথে ইসলাম গ্রহণ
সৌদি আরবে বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গিয়েছিল ফিলিপাইন বাস্কেটবলের একটি দল। প্রতিযোগিতা শেষ। তাই অবসর সময়ে ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা। আর ইসলাম সম্পর্কে জানার জন্য একজন মুসলিম আলেমের শরণাপন্ন হন তারা। এভাবে জানতে জানতে ইসলামের প্রতি অনেক শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন হয় তাদের মাঝে। তারপর ইসলামের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন করে একসাথে ফিলিপাইনের ১১৬ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার সৌদি আরবের একটি পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এমিরেটস ২৪/৭।
সৌদি আরবের পত্রিকাটিতে বলা হয়, ইসলামের নীতিতে তারা মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। আর তাই সৌদি আরবের স্থানীয় একটি ইসলামিক প্রতিষ্ঠান তাদের সংবর্ধনা জানিয়েছে। একসাথে ১১৬ ফিলিপাইন নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন মুসলিম আলেম বাস্কেটবল খেলার মাঠে তাদের ইসলামের নীতি সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন ইসলাম সম্পর্কে জানার। আর তার শিক্ষায় তারা অনুপ্রাণিত হয়ে একসাথে ইসলাম গ্রহণ করেছেন।