করবিন প্রধানমন্ত্রী হলে বিদ্রোহের আশঙ্কা !
ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা জেরিমি করবিন প্রধানমন্ত্রী হলে ব্রিটিশ সেনাবাহিনীতে বিদ্রোহ হওয়ার আশঙ্কা রয়েছে। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ জেনারেল।
সেনাবাহিনীতে দায়িত্বরত এই জেনারেল বলেন, ২০২০ সালের নির্বাচনে জয়ী হয়ে করবিন যদি সরকার পরিচালনার দায়িত্ব নেন এবং সশস্ত্র বাহিনীর মর্যাদা হ্রাস, পরমাণু কার্যক্রম বর্জন অথবা সঙ্কুচিত করে আনা কিংবা ব্রিটেনের ন্যাটো ছাড়ার মতো নীতি গ্রহণ করেন, তাহলে করবিনের বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী বিদ্রোহ করবে। এছাড়া বিপুলসংখ্যক সেনাসদস্যের পদত্যাগের ঘটনাও ঘটতে পারে।
করবিনের মুখপাত্র জানান, আত্মপরিচয় প্রকাশের সৎ সাহসহীন ব্যক্তির এই বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না করবিন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই জেনারেলকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান অনেকেই।