ক্যালিফোর্নিয়ায় দাবানলে দেড় হাজার ঘরবাড়ি ভস্মীভূত
ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে বড় ধরণের দু’টি দাবানলের ঘটনায় দেড় হাজারের বেশী ঘরবাড়ি পুড়ে গেছে। এতে কোটি কোটি ডলারের ক্ষতি হয়। সোমবার রাজ্যের কর্মকর্তারা একথা জানান।
রাজ্যের জরুরী সার্ভিস দপ্তরের মুখপাত্র ব্র্যাড আলেকজান্ডার এএফপিকে বলেন, ‘সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ভ্যালি ও বুট দাবানলে কোটি কোটি ডলারের ক্ষতি হয়।’
তিনি জানান, এক্ষেত্রে প্রকৃত আর্থিক ক্ষতি নিরূপনে অনেক সময় লেগে যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে এ দু’টি দাবানল নিয়ন্ত্রণে আসতে শুর করেছে। দাবানলে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ শুরু করা হয়েছে এবং লোকজনকে সরিয়ে নেয়ার বিষয়টি শিথিল করা হবে।
এ দুই দাবানলের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে পাঁচ বাসিন্দার মৃত্যুর খবর জানা গেছে। আলেকজান্ডার জানান, ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ অব্যাহত থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) জানায়, এ দুই দাবানলে এ পর্যন্ত দেড় হাজার ঘরবাড়িসহ মোট ২ হাজার ৬শ’ অবকাঠামো পুড়ে গেছে। -বাসস