ঈদুল আযহা উপলক্ষে অর্থমন্ত্রী’র শুভেচ্ছা

Malআসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিজ সংসদীয় এলাকা সিলেটসহ দেশবাসীর প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক বার্তায় মন্ত্রী ঈদের এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অর্থমন্ত্রী বলেন, ঈদুল আযহা আমাদের ধর্মানুযায়ী বছরের একটি অন্যতম দিন। এদিন হযরত ইবরাহীম (আ.) আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় মানুষ, নিজ সন্তান হযরত ইসমাইল (আ.) কে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যবস্থা নেন। আল্লাহ তার আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে নবীর উদ্যোগকে বন্ধ করে দেন। যে ছেলেকে নবী ইবরাহীম (আ.) আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চান সেই ছেলেকে জীবন্ত দেখে নবী আনন্দানুষ্ঠান করেন। আমরা এই আনন্দানুষ্ঠানকে স্মরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপন করি।
তিনি বলেন, এই দিনে সকলের কাছে তার আবেদন, সকলে যেন সৎপথে থাকার প্রতিশ্রুতি করে এবং ত্যাগের আদর্শে উদ্দীপ্ত হতে পারে।
শান্তিপূর্ণ উপায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তার প্রার্থনা, সকলে ঐক্যবদ্ধভাবে দেশের ও দেশের মানুষের জন্য কাজ করবে। যাতে সামষ্টিকভাবে আমরা আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ দান জীবনকে ভালভাবে উপভোগ করতে পারি। এই খুশীর সময় মানুষের ভেদাভেদ না মেনে সকলকে ভালবাসি এবং সকলের সঙ্গে উৎসব করি।
ঈদের দিন সরকারি কাজে দেশের বাইরে থাকবেন বলে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো না বলে খুবই দুঃখিত।-বাসস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button