সিরিয়ান অনাথ শিশু দত্তক নিলেন ব্র্যাঞ্জেলিনা
ফের সন্তান দত্তক নিলেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। এবার তুর্কির শরণার্থী শিবিরে পড়ে থাকা এক সিরিয়ান শিশুকে দত্তক নিলেন ব্র্যাঞ্জেলিনা দম্পতি।
অর্থাত এখন ব্র্যাঞ্জোলিনার সন্তান সংখ্যা দাঁড়াল সাত। তিনজন শিশু জোলির গর্ভজাত ও এই নিয়ে মোট চারজন শিশু দত্তক নেওয়া।
রাষ্ট্রসংঘের দূত হিসেবে তুর্কিতে গিয়ে মৌসা নামের দু বছরের শিশুকে দেখেন জোলি। মৌসার দুঃখের জীবন কাহিনি এক ব্যক্তির কাছে শুনে চোখের জল ধরে রাখতে পারেননি হলিউডের বিখ্যাত এই অভিনেত্রী।
এরপর জোলিকে মৌসা জড়িয়ে ধরেন, চুমুও দেন। মৌসাকে নিয়ে ভাল করে খোঁজখবরের পর জোলি জানতে পারেন ও সিরিয়ার অনাথ শিশু।
এরপরই সরকারিভাবে সমস্ত নিয়ম মেনে মৌসাকে দত্তক নিলেন জোলি-পিট।
জোলির যে ছয়জন সন্তান আছে তাদের নাম হল ম্যাডডক্স (১৩), প্যাক্স (১১), জাহারা (৯), শিলোহ (৮) ও যমজ সন্তান ভিভিআইন-নোক্স।
দু সন্তান জন্ম নেওয়ার পর গত বছর সাত পাকে বাধা পড়েন জোলি-পিট।