২,৬০,০০০ ইহুদি হত্যা করেছেন এক জার্মান নারী
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে ২,৬০,০০০ লোককে হত্যায় সহায়তা করার অভিযোগ আনা হয়েছে ৯১ বছর বয়সী এক জার্মান নারীর বিরুদ্ধে।
শ্লেসভিগ-হলস্টেইন রাজ্যের একজন মুখপাত্র জানান, ওই নারী একজন সাবেক এসএস সদস্য ছিলেন। ওই নারীর নাম অস্কার গ্রয়োনিংগ। তিনি নাৎসি ক্যাম্পের রেডিও অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেন।
মুখপাত্র আরো জানান, বয়স ৯১ হলেও ওই নারীকে বিচারের জন্য অনুপযুক্ত বলে মনে হয়নি এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের মামলাগুলো চলবে কিনা তা দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিৎ আদালতের।
শুক্রবার পশ্চিম জার্মানির একটি আদালত জানায়, ৯৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানির জন্য আদালতে অপেক্ষমান তালিকায় রয়েছে। রেইনহোল্ড হ্যানিংগ মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী তিনি বিচারের সম্মুখীন হওয়ার জন্য যথেষ্ট ফিট রয়েছেন।