আহত হাজিদের এ্যাম্বুলেন্সে করে হজ্ব পালন
মক্কার স্থানীয় সরকার এবার হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনকে হজ করানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। মক্কার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমানের সহায়তায় এবার মদীনা হাসপাতালের বেশ কিছু অসুস্থ হাজি মক্কায় হজ করার সুযোগ পান।
সৌদি হজ বিভাগের পরিচালক সামি ইসাবি জানিয়েছেন, আহতদের হজ করানোর জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এই পবিত্র কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় রেড ক্রিসেন্ট। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ রোগীরাই এই সুযোগ পেলেন বলে আরব নিউজ জানিয়েছে।
সামি ইসাবি এক বিবৃতিতে বলেছেন, অত্যাধুনিক ওই গাড়িতে প্রতি রোগীর সঙ্গে একজন চিকিৎসক ও নার্স ছিলেন। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও মজুদ ছিল ওই গাড়িতে।’ সৌদি সরকারের এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন আহতদের স্বজনরা।