সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের গাড়িবহরে গুলি
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার স্থান পরিদর্শনে যাওয়া জাতিসংঘের পরিদর্শক দলের ওপর সোমবার গাড়িবহরে গুলির ঘটনা ঘটেছে। রাসায়নিক অস্ত্রের হামলাস্থল পর্যবেক্ষণে যাওয়ার সময় ‘নিরপেক্ষ অঞ্চলে’ (বাফার জোনে) এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, অজ্ঞাত বন্দুকধারীদের এ গুলিবর্ষণের কারণে পরিদর্শনের কাজ স্থগিত রাখা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।
গত সপ্তাহে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা দাবি করে, সরকারি সেনারা রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক হামলা চালিয়ে প্রায় ১,৩০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তবে সিরিয়া সরকার শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে এসেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রকাশিত এক সাক্ষাতকারে বলেছেন, যে এলাকায় নিজের বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে সেখানে কোনো সরকার এ ধরনের রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে না।
উল্লেখ্য যে, রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ ওঠার পরেই জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ক কর্মকর্তা অ্যাঞ্জেলা কেনসহ একটি পর্যবেক্ষক দল দামেস্কে যান।