ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ঈদ শুভেচ্ছা
ব্রিটেনসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ১০ ডাউনিং স্ট্রিট থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে ক্যামেরন বলেন, আমি জানি যখন ঈদ আসে ব্রিটেনের মুসলমানরা মালিকের মতো মানুষের কথাই স্মরণ করেন। তাদের আনন্দোৎসব, প্রার্থনা ও উপহার বিনিময় ও ভালোবাসায় বিপর্যস্ত এসব মানুষ থাকেন তাদের স্মরণে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের ধর্মীয় সম্প্রদায়ই অন্যদের তুলনায় দান করেন বেশি এবং এক্ষেত্রে এগিয়ে আছেন মুসলমানরা। আপনারা শুনে গর্ব অনুভব করবেন যে, ব্রিটেন হলো দ্বিতীয় বৃহৎ সাহায্যকারী দেশ যারা সিরিয়া শরনার্থী সঙ্কটে ভূমিকা রেখে আসছে।
পবিত্র ইদুল আজহায় বিশ্ব মুসলিম মানসে শান্তি বর্ষিত হওয়ার কামনা ব্যক্ত করেন তিনি।