মিনায় ২২ বাংলাদেশী হাজি নিহত
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২২ জন বাংলাদেশী হাজীর মৃত্যু নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এখনও ৯৮ জন নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ৯৮ জন হাজী নিখোঁজের তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেন, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজীর তালিকা তৈরি করা হয়। কিন্তু পরবর্তীতে এদের মধ্য থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। ৯৮ জনের খোঁজ পাওয়া যায়নি।
গত ২৪ সেপ্টেম্বর শয়তানকে পাথর নিক্ষেপের জন্য যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হয়েছেন।