ক্যাটালোনিয়ায় স্বাধীনতাকামীরা জয়ী
স্পেন থেকে ক্যাটালোনিয়াকে স্বাধীন করার প্রতিশ্রুতি দানকারীরা পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। ফলে ইউরোপে ক্যাটলোনিয়া নামে নতুন দেশ আত্মপ্রকাশের সম্ভাবনা দেখা দিয়েছে। আর এর ফলে মেসি, নেইমারের দল বার্সেলোনা নতুন দেশের দল হয়ে খেলবে।
৯৯ ভাগ ভোট গণনায় দেখা গেছে, ১৩৫ সদস্যের পার্লামেন্টে স্বাধীনতাকামী গ্রুপ ‘টুগেদার ফর ইয়েস’ ৬২টি আসন পেয়েছে।
তাদের সাথে স্বাধীনতাপন্থী বামধারার ইউনিটি ক্যানডিসি পার্টি যোগ দিলে (তারা পেয়েছে ১০ আসন) ২০১৭ সালে ক্যাটালোনিয়াকে স্পেন থেকে স্বাধীন করার চেষ্টা জোরদার হবে।
স্বাধীনতাকামী ক্যাটালোনিয়াবাসী মনে করে, তারা স্পেনের কাছ থেকে ন্যায্য অধিকার পাচ্ছে না।